সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমাদের বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি নৈতিক, মানসিক ও মানবিক মূল্যবোধে পূর্ণ মানুষ গড়ার কারখানা। আধুনিক যুগের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরী শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি সহ-পাঠ্য কার্যক্রম, নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
"শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, বরং এটি একটি জীবনব্যাপী প্রস্তুতি। আমরা শিক্ষার্থীদের। মধ্যে সৃজনশীলতা, নেতৃত্ব, সহমর্মিতা এবং দায়িত্ববোধ গড়ে তোলার চেষ্টা করছি। এই প্রয়াসে শিক্ষকদের নিবেদন, শিক্ষার্থীদের আগ্রহ এবং অভিভাবকদের সহযোগিতা আমাদের বড় সম্পদ।
আর এই ক্ষেত্রে বিগত দিনের ন্যায় মেধা, সততা, আন্তরিকতা ও প্রতিশ্রুতি রক্ষার বাস্তব প্রতিফলন। ঘটিয়ে প্রাথমিকে ২০১৩ সালে ময়মনসিংহ জেলায় ২য় ও ভালুকা উপজেলায় ১ম স্থান অর্জন করতে সক্ষম হই। ২০১৫ ও ২০১৭ সালে জেএসসিতে ভালুকায় ১ম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে সাহেরা নায়েব ল্যাবরেটরি স্কুল। আপনাদের দোয়া ও আমাদের আন্তরিক প্রচেষ্টায় ২০১৭ সাল থেকে আমরা EIIN নম্বর পেয়েছি।
বর্তমানে সাহেরা নায়েব স্কুলের শিক্ষার্থীরা এই-স্কুলের গন্ডি পেরিয়ে বুয়েট, মেডিকেল, স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন।
প্রধানত সাহেরা নায়েব মেমোরিয়াল বৃত্তি ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো মেধাবী, পরিশ্রমি ও প্রতিভাবান শিক্ষার্থীদের প্রাপ্য স্বীকৃতি দেওয়া ও তাদের উৎসাহ প্রদান করা।-
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি শিক্ষা অর্জনের একটি ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করাই এই পরীক্ষার লক্ষ্য।
এই পরীক্ষা শুধু পুরস্কার বা সম্মানের জন্য নয়, বরং একটি ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ- যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আগ্রহকে বাড়িয়ে দেয়। আমরা বিশ্বাস করি, যদি প্রতিটি শিক্ষার্থী নিজের সামর্থ্য অনুযায়ী সঠিক দিক নিদের্শনা ও অনুপ্রেরণা পায়, তবে তারা ভবিষ্যতে সমাজ ও জাতির সম্পদে পরিণত হবে।
অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমেই এ উদ্যোগ সফল হবে। আপনাদের সক্রিয় অংশগ্রহন এবং সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।
আসুন আমরা একসঙ্গে গড়ে তুলি একটি আলোকিত ভবিষৎ